জানুয়ারি মাসের শুরু ,
বহন করে শীতের মেরু ৷
ফ্রেব্রুয়ারি ভাষার গুরু ,
সবার হৃদয়ে ভালবাসা গড়ুক ৷
দিলে এবার মুক্তির বার্তা -
মার্চ পেলো স্বাধীনতা ৷
এপ্রিল এলো সুখ স্বাচন্দে ,
কোকিল ডাকিল মধুর কণ্ঠে ৷
শ্রমিক   হলো সচেতন !
মে তে পাইলো  ন্যার্য্য অধিকার ৷
চারিদিকে ছড়ালো সুভাস ঘ্রাণ
জুন যে পাই লো ফলের প্রাণ ৷
অবেলা  ঝরে রিমঝিম বৃষ্টি ,
জুলাই ভাসালো জলের দৃষ্টি ৷
আগষ্ট শুনালো শোকের বার্তা -
জাতি হারালো বাংলার কর্তা !
সেপ্টেম্বর  তালের  গন্ধে ,
প্রাণ জড়ালো  আমেজ রন্ধে ৷
অক্টোবরে  প্রবীণ দিবস  
বেঁচে থাকলে বাড়বে বয়স ৷
নভেম্বর এলো নবান্ন জোয়ারে  !
ছড়ালো যে মউ মউ বাহার  ৷
ডিসেম্বর  ফলা লো মুক্তির ফলন
পেলাম যে মোরা জয়ের আসন ৷
বার তে সুখ - বার তে দুখ ৷
বার তে পেলো জাতির মুখ ৷