তোমার জন্য আমার মনে কতভাবে ,
রঙ্গ ছড়ালো আকুল প্রাণে আকুলভাবে ৷
দেখ না চেয়ে আমার দিকে কত্ত রঙ্গ
চলচলিয়ে দোলনা দুলে তোমার সঙ্গ ৷
তোমার চলার  একটি শব্দ আমার চোখ
চাতক মনে দমদমিয়ে নিখুঁত তরী ভাসায় বুক ৷
কি যে করি কি সব ভাবি এমন করে
সব তোমারই  কল্প ছবি আমার ঘরে ৷
কি সব ভাবি কল্পনাতে আপন করে
অষ্ট সুখের ছায়া ভেবে যতন করে ৷
মন ছড়িয়ে তোমার পায়ের শাড়ীর নেওর
ইচ্ছা করে ভাসিয়ে দেই রঙ্গের উপর ৷
যেথায় তুমি ইচ্ছা মতন ঘুরে বেড়াও
আমার মনে চরণভূমি আবাস গাও ৷
শীতল করে বসিয়ে দেই আবাদ খুলে
একটু খানি জিড়িয়ে নিয়ো আমার কূলে ৷
পারাপারে আমি আছি সব খেয়ালে
যদি তুমি ঘুরো আমার মন বিকালে ৷
থাকনা সব ইচ্ছা মতন তোমার চলা
আমি না হই তোমার হাঁটার কথা বলা ৷