পিঠের বাকলকে ঢেকে রাখছে চুল ,
মুখের হাসিতে ফুটে উঠে কানের দুল ৷
নাকের ডগাতে নাকের ছিদ্রতে  নোলক ,
অনুজ্ঞাধারী আমি পড়েনা চোখের পলক  ৷
নীরবে ভাবি সদা মন থাকি স্বপ্নরাজ্য ,
গিড়ি সুড়াঙ্গ হাটি ঘুরি আধিরাজ্য ৷
কোমর হাত কত মায়াবন সর্ববহন
দিক আঁচলে ছায়া কত যে আপন !
সত্যসাধন অঙ্গসজ্জা তোমার দেহ
স্পন্দনে অনুরুপে বিভর ইচ্ছা মোহ ৷
তুমি তাকালে উদয় জাগে কম্পন
ক্লান্তকালীনে চরমপত্রে দিবো চুম্বন ৷
ফুড়াক সময় আসুক আমার সময়
কাঁপুক বুক থাকুক সন্ধি আবেগময় ৷
অনড় আকল্প খানাতল্লাশে উকি
সমুদ্র জলপথ পাড়ি দিয়ে নিবো ঝুঁকি ৷
বালিকা একটি ফুলে মুগ্ধতা  চোখ ,
গুপ্ত যানবাহনে থাকবেনা কোন লোক !
পগর নীতিতে বিশ্বাসী আছে উজ্জল  চাঁদ
উদ্ধৃত বিনোদনে পরাগযোগে দিবে স্বাদ ৷
নীল গৌণদৃষ্টিতে মুহূর্ত পরম স্নেহ উলুক
যথাবিহিত আর্জিতে সর্বক্ষণ ভালোবাসুক ৷