চঞ্চল মন নেই  
ভালোবাসার দাম নেই !
তাতে কোন ভরশা নেই
         দাগ ছাড়া কিছু নেই !
পাখির ও ডানা আছে
উড়ান্ত মন আছে !
এহে - হা হা লা লা লা
মধু রসে  জ্বালা হীরার মালা ৷
ছুটে সর্পিল চঞ্চল  ,
ঘুরে আসে অঞ্চল !  
টোল টোল হাসিতে
গুন্জন কলিতে ৷
বন্ধন মায়াতে
বসো তুমি ছায়াতে !
এহে হে হে  মন পাওয়াতে
নাচে কোমর দুলাতে ৷
হিমাঙ্গ দুলক আমাকে ফুলাক
অঙ্গসজ্জা ধারুণ ও সাজাক !
মুখে তে চিনির ও রস
পটালে সহিবে  কস !