আমার ভাবতে ভাবতে যায় বেলা যায়
দিন ফুরায় মোর অকালে  ,
দয়াল মুর্শিদ চান তোমার রঙ্গ খেলা
বারেক ফিরাও কোন দলে ?
যেথায় দেখি সেথায় খুঁজি
স্মৃতির পাতায় মন মাতে ,
যায় কেটে  যায় মন শহরে
ভাসায় তরী কোন ঘাটে  ?
দয়াল মুর্শীদচাঁন তোমার রঙ্গ খেলা
বারেক ফিরাও কোন দলে ?
দিন ফুরালে রাত্র আসে সপ্তাহ ফুরালে মাস
হেলায় হেলায় বছর কাটে ,
হিসাব মিলেনা কোন খাতে ৷
সিপাই দলে আমি সৈনিক
কলম ধরি বাজিমতে
ভাবতে গিয়ে দেখি আমি সময় নাই আর বেশি
দয়াল মুর্শীদচাঁন হিসাব মিলেনা কোন খাতে ৷
কোথায় যাইয়া ঠেঁকে মূয়ুর
পাঙ্খা সাজায়  জয় মাতে !
চাইতে গিয়ে চাইয়া দেখি
হিসাব নাই আমার কোনমতে ৷
কোথায় গেলো বিশ ,চল্লিশ হারিয়ে গেল ষাট
ভাবতে ভাবতে সময় যায় মোর একটানা ৷
হায়রে ভাবতে গিয়ে সময় যায় মোর একটানা ৷
যত ভাসাই নিলয় তরী
জাগে তরী ভাসান চরে
অতীত নিয়া ভাবতে ভাবতে সয়য় যায়
মোর একটানা হারিয়ে যায় সময় মোর একটানা ৷


,দিনের ছলে রাত চলে যায়
দিনের ছলে রাত ভেসে যায় ৷৷
থাকে তরুন কয়জনা হায়রে থাকে তরুন কয়জনা ?
শিশু থেকে যুবক হলাম যুবক থেকে বৃদ্ধ কাল
হারাতে হারাতে আসলো আমার শেষ কাল ৷