পাহাড় জঙ্গল উজান তলী
        তৃণলতা চত্বরে মৌবন ছড়াছড়ি ,
বিকুনি ধামান মেঘ দেয় অন্জলি
       পূণ্য বাতাস মন হারিয়ে লড়ি !
উহার উদ্দাম শহর গলি    
ছায়া নেই মায়া নাই এ ঘর ছাড়ি ৷
লৌহ প্রকট দেয়াল বাঁধ
        একমুখী পরিবার নেই সাক্ষাৎ ,
উড়াল দূরেক কলরব জনগন খুব
          ডরং হিংস হাঁটাচলা সন্ত্রাসির উৎ ৷
ক্রাইম ক্রিমিনাল উদ্ভুস্ত সারা
          মদের আফিমের উল্লাস গৃহ জলসায় !
যৌন নারী নিয়ে থাকে আত্মহারা
       চালিয়ে যায় বাড়িয়ে যায় কংক্রীত বাসায় ৷
পুলিশ টহলে  বন্ধ সব ঠিক ঠাক
           চলে গেলে শুরু হয় আতশ খেলা ,
আমি বলি ভাই বোন এসব অপকর্ম বন্ধ রাখ
          হাত পাঁয়ে শিকল বাঁধুক নষ্ট জলসার তালা  ৷