তুমি আসবা বলে ' কত শব্দ গুছিয়ে ,
হাজার ও স্বপ্ন বাচিঁয়ে !
বলবো আমি মাতিয়ে ৷
তোমার রুপ , তোমার উন্মোদনা ৷
আমার হৃদয়ে  আসে উত্তোজনা ৷
তোমার আবাস " আমার আবেগ আসে ৷
গদ্য নয় ,  যেন পদ্য  রুপে ভাসে ৷


দুই হাজার বার সাল থেকে ,
দুই হাজার আঠার  এসে ৷
কত অপেক্ষা ঘোরপাক খেলে ,
আশার প্রদীপ হৃদয়ে জ্বলে  ৷
তোমায় আমি পাবো বলে ,
কল্প হৃদয়ে  আগমন আসে ৷


তুমি  আসবা বলে ,
শীতের তীব্রতা বেড়ে গিয়েছিল ৷
তুমি আসবা বলে ,
মনের আলিঙ্গন বেড়ে গিয়েছিল ৷
তুমি আসবা বলে ,
হৃদয়ে জমানো আবেগ ফুটেছিল ৷