আমার কলম মাথায় রাখলাম যখন ,
আমার অনুভূতি হচ্ছে নেতৃত্বধীন ৷
এই আবাস নীল পদ্ম রঙ্গিন দেশ
অালো পেছেনে ফেলে আন্ধকার আবাস ৷
তখন আমি ,,
নেতার সুকৌশল দেশ পরিচালনা মুজিবকে দেখি,
দূর সংকটে তিমিরে আলো  বাংলাদেশকে উঁচু রাখি ৷
আমাকে বলা হলো তুমি যুদ্ধে যাও
আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হলো ,
নিজের উপর ট্রিপিং ছায়াময় দূর আবদারি
এক নিমেষে গ্রাউন্ড গভীর হতে পছন্দ করি ৷
অথচ আমার কণ্ঠস্বর কাঁপলোনা  ,
আমি মারা যাবো এই বাক্যগুলো তখন জানিনা ৷
তলোয়ার ,গুলি  বোমার ভয় দেখালো
অথচ আমি স্বদেশ কে  প্রত্যবাসন করি  ৷
তারা আমার চোখকে আঘাত করলো ,
অথচ তখন আমার স্বদেশ অন্তরালে ঘুরলো !
আমি আমার বিবেক নীতির ধারে
দেখুক তারা থাকবে ঘরের বাইরে ৷
অথচ তারা দেখলো না আমার  আদর্শ
তারা বললো মুজিবকে ভুলে যাও
তোমার দেশকে ভুলে যাও ,
আমি চিৎকার দিয়ে বললাম না কখনো না
যে দেশ আমার জন্ম , মুজিব তো আমার আদর্শ
নিয়ে নেও মাথা তবে এমন আবদার করোনা ৷
লোকটি আমার মেজাজজ হট করে হাসলো
আর বললো কি পাবি স্বদেশ কাঙ্গাল হয়ে ,
আমি বললাম তোমার সত্য চোখ নাই
তাই দেখতে পাওনা , বুজতে ও চাও না !
অথচ আমাকে মেরে মাংশের টুকরো করলো
চারিদিকে বিক্ষোভ মিশিল হলো
আমাদের যুদ্ধ হলো দীর্ঘ নয় মাস ,
আর এ  যুদ্ধে আমরাই  জয়ী হলাম  ৷