বলি এক শিক্ষকের পড়ানোর কাহিনী ৷
ছাত্ররা অধ্যায়ন করেছিল একদল বাহিনী ৷
শিক্ষকের হুঙ্কারের  , জাড়ির ভয়ে ৷
পাঠদান পড়ে আসে , প্রতিদিন ভয়ে ৷
শিক্ষকের আতঙ্কের বেতের শব্দে
জড়তা  সয়লো পাঠে অতি  উর্দ্ধে ৷
শিক্ষকের অতি বেত্রাঘাতের ভুলে
অধ্যায়নরত ছাত্ররা পড়া যেত ভুলে ৷
শিক্ষক ডেকে  কইলো
ওরে বেটা বল " পড়াখানা বল
ছাত্ররো উঠে পড়াটি বললো
তার মাঝে দু এক লাইন গেল ভুলে
শিক্ষক রাগের ক্ষোভে বলে
ওরে বেটা পড়া কেন যাস ভুলে ,,
বকতে বকতে শিক্ষক জীদে
'' বেত্রাঘাত চালালো ছাত্রের পিঠে
এমন মারা মারলো আহারে !
চিৎকারে চিৎকারে হল কাতর ৷
শিক্ষক হলো না কোনভাবে মারে , নিরাশ ৷
মারতে মারতে ছাত্রের প্রাণ করল বিনাশ ৷
যমদূত করাঘাত শিক্ষক
তেপান্তরে বাক্যন্তর করলা ভক্ষক ৷
অগ্নিশর্মা জলান্তরের কারনে
আশাতীত ছাত্ররা পেলো পুরানো ৷
কেউ বা অধ্যয়ন করত  কঠোর ৷
কে বা ভয়ে ছাড়ত পাঠে নজর ৷
কেউ বা ছেড়ে পালাতো স্কুল ৷
কেউ বা হারাতো শুচি দু কূল ৷
কবে শেষ হবে অতি অচিন  কাটাযুক্ত নিয়ম ৷
যা পাকরিয়ে কলুষত করে আমাদের মনোরম ৷