আমি নির্জন একা থাকি চিন্তায় মগ্নে
এলোমেলো দিন অবহেলায়  লগ্নে !
নির্বাসন কূলেতে যার জন্য নিলাম ঠাই ,
মুখমেহন প্রহসনে তারে কেন না পাই !
শাখা পথ হেটেছি গলির লাইন ধরে
লবন ঘামে ভিজিয়েছি দেহ প্রেম কারবারে ৷
শুদ্ধিপত্র লিখেছি যতনে বহু বার বার !
অগোছালো মনে হলে উত্তর পাইনি তার ,
পাজর ছেদে বিষন্ন টানে আমার অনুমান !
হয় ত বা হয়ে উঠেনি তার যোগ্য প্রমাণ ৷
বিয়োজন হৃদয়বিধর বেদনায় মরে অধীর ,
সরল মনে অবুজ দাবিদার মিটায়নি অন্তর ৷
ভ্রান্তি সময় ভুল মানুষের কাছে হয় কি উদ্ধভ ?
পরাগাছে ফুটেনা আপন ফুল এতো মিথ্যা প্রণব !