বেশ তো, কোথাও যাবে?
বড় রাস্তায় নাই বা উঠলাম
হাটতে হাটতে অলি গলি পার হবো।
ভাবছো বুঝি?
রাস্তায় পরিচিত জনের দেখা হবে
এক কাপ চায়ের অফার তো করতে হবে
তাহলে চল, ফাঁকা মাঠে
আকাশের সাথে ছোঁয়া-ছুঁয়ি খেলা খেলি
অন্ত:হীন চাহিদা,আহত হৃদয় নিয়ে
কতটা সময় আর বন্দী রবে?
আচ্ছা, না হয় সন্ধ্যা নামলে-
নিঝুম সন্ধ্যার অন্ধকারে ঝিঁঝিঁ পোকার কোরাস
শব্দের তালে তালে পা ফেলে চুপিসারে,
চাঁদের জ্যোৎস্নায় হাটি চল।
চল,বেকারত্বকে মদনের চায়ের দোকানে সওদা করি
সিগারেটের ধোঁয়ায় পুড়িয়ে আসি।