মায়ের হাতে রান্না এক হাড়ি ভাত
জল বাতাসে ঠান্ডা করে শরীর
কেঁদে কেঁদে নিঃস্ব হয়  ঘ্রাণ,
দিনরাত শেষ হলে হা'ভাতে মাছি
কাছাকাছি উড়ে আর করে নাচানাচি।


ভরা পেট তবু দুর্ভিক্ষের মত ফাঁকা
ভেতরে আছে নাড়িভুঁড়ির প্যাঁচ
লখাই কিম্বা টোকাই হলেই ভাল হতো
খুঁজে নিতাম ঐ ভাতে সবটুকু সুখ
শেকড়ের কাছে থেকেই পালাতো অসুখ।