প্রতিদিন ভিতরের আমিটার গলা চেপে ধরি
কাঙ্ক্ষিত সুখের আশায়,
আর প্রতিদিনই সদ্যজাত হতে সর্বগ্রাসী হয় আত্মা।
কংক্রিটের সুউচ্চ দেয়ালে বিবেক মরে যায়,
চরিত্রহীন হয় ক্ষমতালোভী রাজনীতির চোখ
বিভীষিকার কার্পেটে ঢাকা পড়ে সবুজ ঘাস।


রাতের বালিশে আবার আমিত্বশূন্য হই
দরজায় টোকা পড়ে হুড়মুড় করে ভেঙ্গে পড়ি আমি।
ক্ষণিক শান্তির সুবাতাস পেতে
আবার মাতৃগর্ভে ফিরে যেতে চাই মন ,
একমুঠো ভাতের জন্য আর কত আমিত্ব নিয়ে
পৃথিবীতে বসবাস??