চমকে উঠি কাঁপতে থাকে বুক
বিয়ানবেলা কাঁচের চুড়ির সুখ
টুকরো কিছু ছেড়াতালি জামা
ফসকে গেল পাঞ্জাবিটা মামা।


এখন দেখি মোমের পুতুল মানুষ
উড়াই শুধু চুপসে থাকা ফানুস
ওড়াইনিকো শখের কোন ঘুড়ি
নাভির নীচে আকাশ সমান ভুড়ি।


নাগরদোলায় হতো যদি বাড়ি
ঝুলনপথে আকাশ দিতাম পাড়ি
বুকের মাঝে অথৈ জলের নদী
স্বপ্ন বুনি ঘিরে অনেক যদি।


চুপচাপ
টুপটাপ
জল পড়ে অঙ্গে
তাই তাই
চাই চাই
সুখ চায় বঙ্গে।


এক লাফেতে টপকে যাবো পাহাড় সমান বাঁধা
জীবনটাকে বানিয়ে নিলাম মরিচীকার ধাঁধাঁ।