চেতনার কুপি জ্বেলে অনেক পথ হেটেছি,
হাটতে হাটতে এতটা পথ এসেছি
পিছে পায়ের দাগ মিলিয়ে গেছে বহু আগে।
শুধু স্মৃতিগুলো বয়ে বেড়াচ্ছি বাধ্য চাকরের মত,
হৃদয়ের আর্ট গ্যালারীতে অপচ্ছন্দের চিত্রেরা এসে ভিড় করছে।
যা কিছু অর্জন - তা ফাইলবন্দি,
ধুলো পড়া ছেড়া রংচটা ফাইলে অঘোষিত অবরোধ।
মাঝে মাঝে হানাহানি করতে মন চাই-
নিরেট মূর্খের দল যেমন হানাহানি করে,
শুনেছি এক এক প্যাকেট সিগারেটে নাকি
এক একটি নগরের গল্প থাকে,
নির্বাসিত গল্প,স্বাধীনতার গল্প, ভাঙ্গাগড়ার গল্প।
মাঝ রাতে মদের নেশাও পায়,
তবে কি এত পথ এসে রাতের পর্দায় নিশাচর হবো!
মাতাল হবো ডোম সুবোলের মত?