ধূলোমাখা অতীত থেকে
টুকরো কিছু হাসি নিলাম,
ষোড়শীর চিবুক হতে গোলাপি আবেশ
মোমবাতির শিখা হতে
নিভু নিভু আলো,
পাণ্ডুলিপি হতে কিছু কাটাকুটি শব্দ।
তারপর...
পরপর সাজিয়ে নৈঃশব্দের পিঠে চড়ে
সারা আকাশে করেছি বিচরণ,
তবুও এক বিন্দু শান্তি পাইনি-
শুনেছি সবুজ জনপদে খটখট খড়মের শব্দ।