আমি আকাশে রংধনুর বর্নীল খেলা দেখতে চাইলাম
তখনই আকাশে জমলো শ্রাবণের কালো মেঘ ।
আমি যখন পাহাড়ের সবুজে ফোটা-
নাম না জানা ফুলের মেলা দেখতে চাইলাম ,
তখনই পাহাড়গুলো ধবল তুষারে আচ্ছাদিত হলো;
যখন সাগরের বিশালতায় নীল জলের তরঙ্গ দেখতে   চাইলাম ,
তখনই সাগরে উঠলো ঘূর্ণি ঝড় ।
আমি সবুজ অরন্যের কাছে দু'হাত পেতে -বসন্তে ফোটা সমস্ত ফুলের কোমল স্পর্শ পেতে চাইলাম ,
অথচ, আমার দু'হাতে শুধুই ঝরা পাতার স্তূপ পেলাম ।
এভাবে বাইরের পৃথিবী আর প্রকৃতি যখন ক্রমশ: বৈরী হয়ে উঠতে শুরু করল -
তখন একদিন আমি ফিরতে চাইলাম -আমার একান্ত নিজস্ব গন্ডীতে ,
বহুদিন যেখানে ফেরা হয়নি ।
কিন্তু অবাক বিস্ময়ে দেখলাম -
হৃদয়ের পলি মাটিতে পলাতক সারসের পদচিহ্ন ,
আর ঝরা পাতার স্তূপ জমে আছে।
অনুভবের অরন্যে অতিথী পাখির ঝরা পালকের
দীর্ঘশ্বাস জমে আছে ,
স্মৃতির আয়নায়  শুধুই বিস্মরণের কুয়াশা।
একাকীত্ব আর নিঃসঙ্গতার শীর্ষবিন্দুতে দাড়িয়ে ,
এই প্রথম আমি অনুভব করলাম -
আজ আর আমার কোথাও ফেরার পথ নেই ।।