(এক)


দুঃস্বপ্নের তাড়া খেয়ে


অনেক পথ ছুটেছি


নেমেছি ঝর্নার শরীর বেয়ে।


(দুই)


জীবনের অলিতে গলিতে


সমাজের পঁচা বর্জ্য


সভ্যতা ঢেকেছে পলিতে।


(তিন)


তবুও গন্তব্য অনেক দূর


জীবনের বেহালায় করুণ সুর।