আজ আর কেউ অপেক্ষা করে না,


থালায় ভাত বেড়ে কেউ ডাকে না


বসে থাকে না কেউ, কেরোসিনের কুপি জ্বেলে,


হারিকেনের টিমটিমে আলোয়


আধো ঘুমে কেউ কান পাতে না,


হারিয়ে গেছি বলে সারাপাড়া মাথায় করা-


সেই কবেই বন্ধ হয়েছে।


কতদিন বাড়ি যাওয়া হয়নি


তার খবর কে বা রাখে।


শরতের কাশবন ফিকে হয়েছে


শীতের শুভ্রতা মেখেছে কচিঘাস,


আর ক'দিন পরই পাতা ঝরার বসন্ত


মেহেগুনি তলায় যেতে খুব ইচ্ছে করে


শুকনো পাতায় মরমর শব্দ করে


যদি আমায় ডাকে,


যদি আমার জন্য অপেক্ষা করে।


আচ্ছা,চিত্রার ওপার কি


আমার জন্য আজও অপেক্ষা করে?


ডাকে আজও সাড়া দিবে?


ফিরিয়ে দিবে আমার স্মৃতিভ্রষ্ট অতীত?