অদিতি,আজ তুমি অষ্টাদশী
ঢেউখেলানো চুল
উন্মাদনায় পুষ্ট তুমি
নকশীকাঁথার মাঠ,
হিমছড়ির ঝরণা তুমি
রোমাঞ্চকর স্মৃতি
ইচ্ছে ঘোড়ায় চড়ে আজ
করছো বাজিমাত।
চেয়ে দেখো আজকে তুমি
পুষ্প কুঞ্জ বনে আমি,
ফিসফিসিয়ে বাতাস বলে
মিটমিটিয়ে তারা,
লুকোচুরি আর কত?
গোপন যা আজ প্রকাশ হোক
বয়ে যাক প্রেম ধাঁরা।