অদিতি, তোমার বুকের মেঠ পথ বেয়ে তো হাঁটতে চাইনি
লোহার শিকলে বাঁধতে চাইনি,
পৌরষত্বের হিংস্র লালসায়
কিম্বা সৌখিনতার আদরে বন্দী করতে চাইনি।
চেয়েছি ভালবাসতে,
পাহাড় যেমন ভালবাসে মেঘকে
চৈত্রের মাটি যেমন ভালবাসে বৃষ্টিকে।
অগোছালো শব্দে মনে করো
এটা আমার স্বাধীকার আন্দোলন।
তুমি বিরক্তি নিয়ে নাগিনী দংশনে আমায় নীল করো
তবুও ঈদের চাঁদের মতো হেসেই যাবো।