অদিতি,প্রতিদিন ভোর হয়
একটা নতুন স্বপ্ন দেখি
বালুচরে একা ঘরবাঁধি
স্বপ্নভঙ্গ হয় প্রতিদিনই।
আমার চারিধারে কালো মেঘ জমে
গোধূলীর লালরঙ কালো হয়
সূর্য ডোবার আসায়।
আগামীর স্বচ্ছ কাঁচ কুয়াশাচ্ছন্ন হয়
তোমার ঈর্ষার আগুনে,
হিসাবের পাওনা খাতায় দেখি
যন্ত্রণার এক একটি ক্ষত।
তবুও আধফোটা ডিম হতে
মন উঁকি দেয়
তোমার আচলে প্রেম লুকাবো বলে।