অদিতি, তোমাকে ছু্ঁতে পারা
আর মাধবকুণ্ডু ছোঁয়ার মধ্যে
কোন ফারাক তো আমি পাইনি।
পর্দার আড়ালে নির্জন পেঁচার মতো মুখ করে
মদ গিলেছি গ্লাস ভর্তি।
সাগর বেলাভূমিতে দাঁড়িয়ে দেখেছি তুমি
উত্তাল জলরাশি
সাপের মত খোলস ছেড়ে নেচে বেড়াও
গঙ্গাফড়িংয়ের মত।
তবুও তোমার মধ্যেই আমি
আর তুমি
আমার চেতনা, সভ্যতা ও অসম্ভব বিষণ্ণতা।