অনেকদিন পর অদিতির বারতম পর্ব পোষ্ট করলাম।


অদিতি,প্রতিক্ষার শতাব্দী বছর পর
সময়ের কাছে জমা রেখেছি কান্না,
কানামাছি, গোল্লাছুট, বালু-সংসার
সব খেলাঘর ছিল,মায়াময়-সবই ভুল।
বিকেলের বিগলিত গোধূলির আলোয়
হারিয়ে এসেছি হারিকেনের দ্বীপশিখা।
এখন হালকা সোডিয়াম আলোয়
ছুঁয়ে দেখার পালা।
এখন তুমি একবিংশ শতাব্দীর একমাত্র
যৌবনা নারী।
তোমার জলোচ্ছ্বাসে আমি হবো
একমাত্র নিঃশব্দ প্লাবন।