শহরের এই মোড়ে জীবন থাকে
এখান থেকে বেরিয়ে গেছে অনেক পথ,
একটু পেরুলেই বেজপাড়া, মাথা বাকালেই বিহারীপল্লী
সামনে দু'পা বাড়ালেই কাঁসার ঘন্টা,
ডানে ঘুরলেই মসজিদের উচুঁ মিনার
এখান থেকে বেরিয়ে গেছে অনেক মত।
বহুরৈখিক চিন্তায় মাথাভর্তি চুল নয়-কালের বৃষ্টি
গুপ্ত হরফে লেখা নানান বয়ান,
অদৃশ্য ইশারায় ছোটে সার্কাসের ঘোড়া
সীমা পেরুলেই শাস্তির বিধান।
সীমানার বাইরে তাই স্যাঁতস্যাঁতে
তবুও চৈতন্য বলয়ে বহুগামি
বহুপথ - বহুমত,
দূর্ণিবার আকর্ষণ পথের ধূলো জংলিপনা।