কষ্টের নোনাজল শুঁকাতে হেটে চলেছি তপ্ত মরুভূমির বালুচরে
হারাতে চেয়েছি উত্তাল সমুদ্রের ফেনায়িত ঢেউয়ের মাঝে ,
হৃদয় বিদীর্ণ করে কষ্টের পঁচা রক্তকে ছিঁড়ে ফেলতে চেয়েছি বারংবার,
লতা গুল্ম, গাছের পাতা ,পাখির পাখা,ঝিলের জলে কষ্ট লুকাতে চেয়েছি ,
কষ্ট আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে
মায়ার আঁচলে ।
পঁইত্রিশ বছরের ঘর সংসারে আমরা পরমপ্রিয়
শরীরের সাথে প্রাণের সম্পর্কের মত ।
তাই এখন সাদা সাদা মনে হয় কষ্টগুলো
চোখ আটকে গেছে দূরের সাদায়,
পাখির নিড়ে ,প্রাণের ভীড়ে
সাদা আকাশের বুক চিরে ,
সাদা --সাদা --শুধুই সাদা ।

03/02/2016
kmrahat81@gmail.com