শিশুতোষ এই ছড়াটিতে গ্রামবাংলা রূপ বৈচিত্র , বিলিন হতে যাওয়া তাত শিল্প , হারানো পরিবেশ বৈচিত্রের শিয়ালের ডাক ,মশার উপদ্রব হতে বাঁচতে গোয়াল ঘরে সাজ দেয়ার চিত্র তুলে ধরেছি ।স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পাল্টানোর মত দেশীয় ঐতিহ্য যেন কালের ধারায় হারিয়ে না যায় ,তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা ।গতকাল মধ্যরাতে ছড়াটি লেখা।


তোতন বাবুর ছড়া
রুহুল আমীন।
--------/-------
সন্ধ্যা হলো ,চাঁদ উঠল
তোতন বাবু আয়রে আয়,
আকাশ ভরা তারার মেলা
ঝিঝি পোকায় সুর ছড়ায়।
পড়বে বলে তৈরি তোতন
হাত পা ধুয়ে রইল চুপ,
মা যে এখন,নামাজ সেরে
গোয়াল ঘরে দিচ্ছে ধূপ।
দাদিমা বসে কাটছে সুতা
দাদু ব্যস্ত তাত বোনায়,
পাশের ঝোপে শেয়াল মামা
হুক্কা হুয়া ডাক শোনায়।
তোতন সোনা বই খুলেছে
পড়ছে বসে ছড়ার গান,
শিখবে ছড়া পড়বে পড়া
রাখবে খোকা দেশের মান।