কালের পাতায় শকুনের কূটকৌশল
প্রতিবাদী কণ্ঠস্বরে অক্টোপাস চেতনার নয়াজাল
ছলাকলায় পরাস্ত ফুটো গ্যাসবেলুন
সুপ্ত গ্রন্থিগুলোর ঘুম ভাঙে
প্রতিবাদ হয়,শান্ত নদীর মত স্রোতস্বিনী।
আঁচলে মুখ লুকিয়ে অন্ধকারে পা বাড়ায় সময়
এক টুকরো প্রশান্তির আকাশ পেতে
আকাশে উড়াল,অন্য আকাশ,একটা অচেনা আকাশ
উদাসী আকাশে ধুঁকে মরে গণতন্ত্র
নিষ্ঠুর গোপন বারুদ ঠিকই বিস্ফোরিত হবে
বিবেকের পরাজিত চেতনা অপেক্ষায় রইল
বিবর্তনের অপেক্ষা.......।
কালের, খোলা আকাশের অপেক্ষা ।