পুব আকাশ আলো ছড়ায়
পশ্চিমাকাশ লাল হয়,
সারাদিন আগাছা তুলি
গোধূলি বিকেলে সংকীর্ণ গিরিখাতে স্বপ্নরা আটকে যায়, রাতে ঘুমাই।
আবার আগাছা তুলি, স্বপ্ন সমেত গাছ তুলি
হৃদপিণ্ড শূন্য হয়, আগাছা তুলি সমাজের
স্বচ্ছ বৃষ্টিতে ভিজে নিড়ানি হই।