আমি একটি মিসাইল
আমাকে কে ছুঁড়ে মেরেছে আমি জানি না
আমি কোন পক্ষের তাও বুঝি না
আমি কি ন্যাটোর না ওয়ারশ জোটের
আমি কি পুঁজিবাদের না সমাজতন্ত্রের
আমি কি স্বাধীনকামীর না আপোসকামীর
আমি কি মানবতার না দানবতার
ওসব হিসাব চুলোয় যাক
ওসব আমি বুঝি না।
আমি কেবল ছুটে চলি
কেবলই ছুটে চলা দুর্দম গতিতে
কোন শিশুর টোল পড়া হাসি নিভে গেল
কোন তরুণীর উচ্ছলতা গেল থেমে
কোন প্রেমিকের হৃদয় ভেঙে হল খান খান
কোন বেহেশতের বাগানে দোযখের গান
সেই আমি জানিনাকো, ডাকি ধ্বংসের বাণ।
আমি কাউকে ছাড় দেই না
না বাম পক্ষ, না ডান পক্ষ
না আস্তিক, না নাস্তিক
না প্রেমিক, না অপ্রেমিক
আমি ঝাঁপিয়ে পড়ি
হাজার বছরের সভ্যতা, ভব্যতায় আঘাত হানি
আমার সামনে বোধ নির্বোধ সবে সমান
আমি পার্থক্য করি না
কাউকে দেই না এতটুকুও কম
আমি সাম্যের গান গাই
অসাম্যের পৃথিবীতে সব ভেঙে করি চুরমার!