৭২ বছর পর আবার দেখা হলো
এ কোন নাটকের চিত্রনাট্য নয়
নয় কোন উপন্যাসের শেষ সংলাপ
এ কোন বৈজ্ঞানিক কল্প কাহিনী নয়
অথবা নয় কোন সিনেমার শেষ দৃশ্যায়ন।
সত্যিই আমাদের দেখা হয়ে গেল আবার ৭২ বছর পর!
তখন আমার বয়স ১৮ তোমার ১৩
কচি লাউয়ের ডগার মত আমাদের ভালোবাসা
উড়ে উড়ে প্রজাপতি ফুলের কাছে বলে যেত
আমাদের সে প্রেমের শুভক্ষণ।
তোমার চঞ্চল অঞ্চল দোলত হাওয়ায়
বনের হরিণী চমকে থমকে দাঁড়াত তোমার চলায়।
তোমার কথা যেন কথা নয়
যেন পায়রার বাকবাকুম বাক
তোমার হাসি সেতো হাসি নয়
যেন খুন রাঙা নগ্ন তলোয়ার!
আর আমার কথা আমি কি বলি
শুধু জানি আঠারোর উন্মাদনা এ বুকে
এক চোখে তোমার ভালোবাসা
অন্য চোখে বৃটিশের তরে দ্রোহের অগ্নিশিখা।
আমি প্রেমিক আমি বিপ্লবী
বৃটিশের চোখে আমি রাজদ্রোহী
শাস্তি আমাকে পেতেই হবে
ভালোবাসার অশ্রু লুকায় কালাপানির আন্দামানে।
আমি তখন নির্জন জেলে
হায় অভাগী তুমি তখন পুড়েছ বিরহের অনলে।
অনেক বছর পরে
আমি তখন মুক্ত বাতাসে স্বাধীন ভারতে
শোনেছি তোমার বিয়ের খবর
দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।
তারপর কত বসন্তে পেরিয়ে
জীবনের এ গোধূলী লগ্ন শেষে
৭২ বছর পর ফের দেখা
এখন আমি ৯০ তুমি ৮৬
আমি তোমাকে দেখেই চিনেছি
৮৬ এর মূখে সেই ১৩ র প্রতিচ্ছবি
তোমার চুল এখন ধবধবে সাদা
চোখের নিচে পড়েছে কালী
আগের মত দেখতে পাওনা
কানেও শোন কম
আমিও আর নেই সে ১৮ তে
এখন জীবন নায়ের দড়ি ছেঁড়ার সময় হয়েছে
নতুন করে শুরু করার কিছু নেই
এখন ভাটার টান লেগেছে
জোয়ার এসে ভাসাবেনা আর।
তাই আমি এখন যাই তুমি ভালো থেক
সেই ৭২ বছর আগের উচ্ছল দিনের মত।