হায় দীর্ঘ হায়াতে কি আসে যায় মানুষের?
শেয়ালেরও বেঁচে থাকা, আর সিংহেরও বেঁচে থাকা
হস্তি লোপ পেয়েছে কবে, টিকে আছে তেলাপোকা
দীর্ঘ অলস অকর্মন্য জীবন যতই দীর্ঘ হোক
তা শুধু পৃথিবীর একটু জায়গায়ই দখল করে
কর্মময় পুণ্য জীবন অল্প হোক
সে আলো থেকে যায় বহুদিন।
এই লোভের ভোগের জীবন
এই নীতিহীন ক্ষোভের জীবন
এই পাপের তাপের জীবন
এই দম্ভের হম্ভের জীবন
মুছে যায় মরার সাথে সাথে
যেমন মুছে বালির উপর আঁকা রেখা।
যে সিংহ একদিন বেঁচেছিল
সেটা সিংহের ই জীবন
যে শকুন হাজার দিন বেঁচেছিল
সেটা শকুনের ই জীবন।
তাই বেঁচে থাকলেই বেঁচে থাকা হয়না
পুণ্যের মাঝে বেঁচে থাকা অল্প জীবন
দিতে পারে আমৃত্যু বেঁচে থাকার স্বাদ!