সন্ধ্যা নামার আগে
আকাশ কেমন সাজে
রঙের কারুকাজে
বধূ হাসে লাজে।


সন্ধ্যা নামার আগে
শান্ত নদীর ধারে
হৃদয় কেমন করে
হারায় বালুচরে।


সন্ধ্যা নামার আগে
রাগ রাগিনীর রাগে
সুরের আগুন লাগে
কানে কানে বাজে।


সন্ধ্যা নামার আগে
দেখি খেলার মাঠে
দস্যিরা সব মাতে
মনের মিতালীতে।


সন্ধ্যা নামার আগে
পাখি ফিরে নীড়ে
বাবা তখন হাটে
মা বসেছে ঘাটে।


সন্ধ্যা নামার আগে
ঘাস ফড়িংয়ে হাসে
পিদিম জ্বলার আগে
শেষ বাঁচাটুক বাঁচে।


সন্ধ্যা নামার আগে
সবাই কেমন মাতে
সূর্য ডুবে যাবে
সে কথা কে ভাবে?