হে কোভিড
তুমি মানবতার মুক্তির দূত হয়ে
মহান সৃষ্টি কর্তার পয়গাম নিয়ে
এ ধরাতে এলে।
তুমি এসেছো বোধহীন মানবতার
বোধ ফিরিয়ে এনে বসবাস অযোগ্য
ধরণীকে বাসযোগ্য করতে।
যখন মানুষ আজও আদিম
হাত ধোয়ার জ্ঞানটুকও নেই
তুমি এসে হাত ধোয়া শেখালে।
যখন আমাজান অরণ্য পুড়ে ছারখার
বিশ্ব উষ্ণায়নে বিপন্ন পরিবেশ
গ্রীণ হাউস ইফেক্টে পৃথিবী কম্পমান
তখন তুমি প্রকৃতির পাশে দাঁড়ালে।
যখন মানুষের নেই পরিচ্ছন্নতাবোধ
হাঁচি-কাশি, থুতু যত্রতত্র
নগরীর গলিতে বাতাসে বিষের যন্ত্রণা
তখন তুমি শেখালে মুক্তির মন্ত্রণা।
কোভিড তুমি এলে তাই
ফিরে এসেছে লাল কাকড়ার দল
সমুদ্র লতা বাতাসে দোলে
নিরব সমুদ্রে তিমির সাথে সীগাল যায় উড়ে।
কোভিড তোমাকে ওরা গালি দেয়
ওরা পৃথিবীর ট্যাংক কামান দেখেনা
ওরা দেখেনা এক পাগলা ট্রাম্প বোতাম চাপলে
পৃথিবীতে বেজে ওঠবে ইস্রাফিলের বাঁশি
পৃথিবীর যুদ্ধবাজ নেতাদের ওরা দেখেনা
ওরা সাম্প্রদায়িক, সাম্রাজ্যবাদি, উগ্র, গোঁয়ার নেতাদের দেখেনা
ওরা হলুদ উন্নয়নের নামে পৃথিবী ধ্বংসের খেলোয়াড়দের দেখেনা
ওরা তোমাকে দেখে।
ওরা কাপুরষ, ওরা ভন্ডের দল
ওরা সমস্যার গোঁড়া দেখেনা
ওরা তোমাকে সমস্যা বলে গালি দিয়ে বাহবা কুড়ায়
ওরা নরমের উপর গরম দেখায়
গরমের উপর শরম দেখায়
ওরা সবখানে ব্যর্থ হয়ে সোশাল মিডিয়ায় এসে
তোমাকে গালি দিয়ে হিরু হতে গিয়ে হিরু আলম হয়ে যায়।
কোভিড তুমি মহান
তুমি বোধহীন মানবতার গণ্ডদেশে আঘাত হেনে
গেয়েছ একটি বাসযোগ্য পৃথিবী গড়ার জয়গান।