দেখ চোখ বুজে
কে হায় খুঁজে
সবি যে আঁধার
চলে গেলে ক্ষণে
কে রাখে মনে
মিছে হাহাকার।
এই খেলাঘরে
সবে খেলা করে
ভুলে যাওয়ার তরে
যদি মনে রাখে
কেউ ভুল করে
সেও ভুলে যাবে।
দেখ বেলা শেষে
নিরব অংক কষে
শুধু একা তুমি
এসেছিলে একা
চলে যাবে একা
শূন্য রবে ভূমি।
এই কোলাহল
এই চলাচল
হায় থেমে যাবে
এই প্রেমানল
এই দোলাচল
সব ক্ষয়ে যাবে।