একটি কাটা মন্ডু পড়ে আছে
ঘুমিয়ে আছে মহান বিজ্ঞানী আর্কিমিডিস!
যুদ্ধে জয়ী রোমান সম্রাট; দুঃখ ভরা কন্ঠ
অবনত মস্তক, ভিজে যাওয়া চোখে
তাকিয়ে আছে নির্ণিমেষ।
আহ্! আমি তোমাকে মারতে চাইনি
যদিও তোমারি জন্য বছরের পর বছর
ধ্বংস হয়েছে আমার যুদ্ধ জাহাজ
তোমার আবিস্কৃত আয়নায় পুড়ে মরেছে রোমান সৈনিক
তবুও আমিও তোমায় মারতে চাইনি।
আমি চেয়েছি তুমি বেঁচে থাক
আমি শুধু তোমায় দেখতে চেয়েছিলাম
এমন মেধাবী মানুষও হয়
এমন মহান, এতটা গুণের অধিকারী!
আমি গুণের কদর জানি, অথচ;
কি কান্ড ঘটাল মাথা মোটা রোমান সৈনিক!
সিসিলির প্রতি আমার আক্রোশ ছিল
কিন্তু তোমাকে হত্যার অভিপ্রায় ছিলো না।


তুমি মাটিতে আঁকিবুঁকি করছিলে
জ্যামেতির নানা কারুকাঁজে ব্যস্ত
ওদিকে সিসিলি দখল হয়ে গেছে
আত্মভোলা বিজ্ঞানী সে তুমি জানো না!
দাঁড়ালেন সম্মুখে বিজয়ী রোমান সৈনিক
উঠে দাঁড়াও, চল আমার সাথে
জ্যামিতির নেশায় বুঁদ আর্কিমিডিস
দেখছ না কাজ করছি, ভাগো এখান থেকে।
বিজিত সৈনিক, এ অপমান সইবে কেন
এক মহান বিজ্ঞানীর মাটিতে আঁকিবুঁকির সে কি বুঝে?
এক কোপে ঘাড় হতে মাথা আলাদা
মারা গেলেন মহান বিজ্ঞানী আর্কিমিডিস!


আহ্! আমি বিজয়ী সম্রাট হয়েও
তোমার কাছে পরাজিত হে মহান বিজ্ঞানী!
তোমার প্লবতার সূত্র বদলে দিয়েছে জাহাজ শিল্প
যেদিন তুমি ইউরেকা বলে দৌড়ে ছিলে
সিসিলির পথে এক পাগলের মত
সেদিন পৃথিবীতে রচিত হয়েছিল নতুন ইতিহাস!


আহ্ আর্কিমিডিস!
পৃথিবী আমায় মনে রাখবে তোমার হত্যার দায়ে
অথচ, তোমার রেখে যাওয়া জ্ঞান ভান্ডার
যুগে যুগে করবে তোমায় মহমান্বিত।
এখানেই সম্রাটেরা হেরে যায় জ্ঞানীদের কাছে!