ফ্রান্সের আইফেল টাওয়ার হতে জানি একদিন-
ভেসে আসবে আযানের সুর
সেদিন ম্যাক্রনের চোখ হবে ছল ছল
সিন নদীর পানিতে মিশবে গিয়ে সে চোখের জল।
প্যারিসের অলিতে-গলিতে নগ্ন মূর্তিরা
লজ্জা ঢাকতে পড়বে সেদিন কাবার গিলাফ!
শরাব নেশা টুটে যুবক ছুটে যাবে মসজিদে
আফ্রিকার কালোরা বসবে সাদাদের পাশে।
ম্যাক্রোন কিসের বড়াই কর?
ঘৃণার বন্যায় তুমি ভাসাবে সব
অথচ একদা তুমি ভেসে যাবে প্রেমের বন্যায়!
ওই পীরেনিজ পর্বতমালা সাক্ষি
সাক্ষি ওই খসরুর প্রাসাদ
সাক্ষি দাম্ভিক রোমান পরাশক্তি।
কান পেতে শোন ওখানে আযানের সুর বাজে
সেথায় তোমার প্যারিস আর কত দূর?
শুধু খালিদের ঘুম ভাঙার সময়টুকু বাকি!