রাত চেয়েছে দিনের স্বাধীনতা, দিন চেয়েছে রাতের
রাত বলেছে এ আবরন দাসত্বের শৃংখল
দিন বলেছে এ স্বচ্ছতা ব্যক্তিত্বের নগ্নতা
রাত বলেছে এ কালো পর্দা আমার টুঁটি টিপে ধরে
দিন বলেছে এ অবাধ আলো কেড়েছে আমার গোপনীয়তা
চলেছে সংঘাত, তর্ক, বিতর্ক রাত্রী দিনে
তারা আর ঈশ্বরের বেঁধে দেয়া নিয়ম মানবে না
পৃথিবী কাঁপছে ভয়ে!
আহ্নিক গতি যদি উল্টো ধারায় চলে
থেমে যাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
জোয়ার ভাটার টানে জাগবে না সমুদ্র
ভেঙে যাবে খাদ্য শৃংখল, প্রাকৃতিক ভারসাম্য
ঘুমহীন মানুষের ঘর দখল করবে বাঘ ভাল্লুক
অসহায় মানুষের দল চলে যাবে বনে
ধীরে ধীরে সবাই তাদের অধিকারের কথা বলবে
হাতি আর মানবে না দুপেয়ে মনিবের কথা
কুকুর বেড়ালও চাইবে না গৃহপালিত হতে
সবার স্বাধীনতা চাই
পৃথিবীর উড়োজাহাজ গুলো আকাশে উড়তে চাইবে না
বাস ট্রাক সিনজি রিকশা আকাশে ওড়ার দাবী জানাবে
সবার স্বাধীনতা চাই
এইসব নিয়ম কানুনের অধীনে দাস হতে চায় না কেউ।