জিডিপি তুমি নাকি এক মস্ত বড় ইয়ে
উন্নয়নের সব মাপকাঠি হয় তোমাকে দিয়ে
করিমের আছে লাখ দুয়েক টাকা
রহিমের পকেট তখন শুধুই ফাঁকা
তুমি করলে গড় বল্লে হড় হড়
জিডিপি তুমি শোনালে আজব কথা
করিম রহিম পেল গড়ে একই টাকা।
কেয়াবাৎ  কেয়াবাৎ ধন্য জিডিপি হে
রহিমকে না দিয়েই লাখ টাকা শুনালে।
জিডিপি তুমি কি?
শুধুই শুভংকরের ফাঁকি
তুমি চোর বাটপার বুঝ না উৎপাদন বুঝ
তুমি বেশ্যালয় বুঝ না টাকার হিসাব খুঁজ।
তোমার ছাঁকনিতে গণনা হয় না
সততা,  প্রেম, প্রীতি,  ভালোবাসা
তোমার উন্নয়নে দেখা হয় না
পরিবেশ দূষনসহ নানাবিধ সমস্যা।
তুমি শুধু অংক বুঝ, অবকাঠামো বুঝ
কিন্তু শিক্ষা, মানবাধিকার,  সুশাসন বুঝ না
তোমার গড়ে তোলা  দালানে দানবেরা ঘুরে
সেথায় মানবেরা মানবতার কবর খুড়ে।
দিনশেষে ধিক তোমায় জিডিপি
যেথায় শুধু উৎপাদনের হিসাব
নেই ভালোবাসা,  প্রেম, সম্প্রীতি।