তাহার মন খারাপ হইলে
একটু পাশে বইস
একটু হাসি মুখে কথা বইল
তারে বইল আসমানে খালি
সাদা মেঘই ভাসে না
মাঝে মাঝে আসমান কালা হইয়া
প্রচন্ডরকম ঝড়ও আহে।
তারে বইল শিমুল তুলার গাছে
নরোম তুলা যেমন, তেমন কাটাও থাহে
তারে বইল পদ্মার গাঙ্গে ইলশা মাছের লগে
চইরণও পড়ে, ঘরও ভাঙ্গে।
তাহার মন খারাপ হইলে
তাহার মাথায় হাত বুলাইও
জ্বর আসলে একটু জলপট্টি দিও।
শক্ত কইরা তাহার হাত ধইর
তারে বইল আমিতো আছি!