ঈশ্বর বিচারকের আসনে বসে আছেন
পৃথিবীর সব প্রাণীরা আজ অভিযোগ তোলেছে
তারা ঈশ্বরের কাছে ন্যায় বিচারের আর্তি জানিয়েছে
তারা তাদের জায়গা ফেরত চেয়েছে
তারা তাদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিকার চেয়েছে
তারা বলেছে এ পৃথিবী মানুষের একার নয়
এখানে আমাদেরও আছে অধিকার
এ পৃথিবী গড়ে তোলেছি আমরা
বাস্তুসংস্থানের মাধ্যমে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছি।
মানুষেরা শুধু ধ্বংস করেছে
তারা গ্রামকে করছে শহর, নদীকে করছে খুন
অরন্যকে করছে বিরান জনপদ
আমাদের আবাসস্থল করেছে দখল
তাদের লোভের লকলকে জিহ্বা, কামনার জ্বল জ্বলে মন
তাদের চোখের  বিষাক্ত দৃষ্টি সব করেছে গ্রাস।
আজ আর পৃথিবী আমাদের নেই
এখানে ফুলেরা কাঁদে
এখানে পাখিরা কাঁদে
এখানে বৃক্ষরা কাঁদে
পাহাড় কাঁদে, বন কাঁদে
নদী সমুদ্র আকাশ কাঁদে
কাঁদে সব বোবা প্রাণী
হাসে ঐ লোভী মানুষের দল
যারা সব প্রাণীকে বঞ্চিত করে
গড়েছে স্বৈর শাসন।
ঈশ্বর আপনি দয়াময়, আপনি মহান বিচারক
বিচার ভার আপনার হাতে, আমরা বিচারপ্রার্থী।
ঈশ্বর এবার বিচার করবেন
ওদিকে শিঙায় ফুঁ দেওয়ার অপেক্ষায় ঈস্রাফিল!