একটি হেলিকপ্টার উড়ে যায় আকাশে
বড়সড় একটা ফড়িংয়ের মত
সে যেন উড়ে যায় শব্দ করে
আমি খেজুর পাতার চরকা রেখে
অবাক হয়ে তাকিয়ে থাকি
কেমন আজব যন্ত্র; আমাকে মূগ্ধ করে
ঘুরে বেড়ায় আকাশ জুড়ে।
আহ! আমিও যদি এমন করে
ওড়তে পারতাম পুরো আকাশ জুড়ে
ওড়ে বেড়ানোর অদম্য নেশায়
কখন যেন আমি দৌড়ে চলি পিছু
ঐ প্লে..ন ঐ প্লে...ন শব্দ করে।
আমিও যেন ওড়ছি
জিবরাইলের ডানায় কল্পনার আকাশে
ওড়তে ওড়তে আমি ওড়েই চলেছি
এ ওড়ার শেষ নেই যেন
হঠাৎ করে দ্রিম শব্দ করে পতিত হই
ক্ষেতের আলে উঁচু টিবিতে বাঁধা পেয়ে।
এ যেন ওড়তে ওড়তে সূর্যের কাছে গিয়ে
ইকারুসের মোমের ডানার মত গলে যাওয়া!