একটি লাশ
পড়ে আছে বাড়ির উঠানে।
পৃথিবীর সকল পাঠ সে চুকিয়েছে আজ।
তার কোন পক্ষ নেই
না বাম পক্ষ, না ডান পক্ষ
সে আজ শুধুই লাশ।
তোমার যদি ঘৃণা থাকে, অভিমান থাকে
থাকে শত্রুতার হিসেব নিকেশ
সেসব শিকেয় তোলে রাখ
সে চোখ বুজেছে চিরতরে
লাশের সাথে শত্রুতা থাকতে নেই আর।
সে শুধুই লাশ
যতক্ষণ ছিল তার আশ
তুমি পারতে তারে লোহার শিকলে বাঁধতে
কঠিন কারাগারের মাঝে রাখতে
চাবুকের আঘাতে বক্ষ বিদীর্ণ করতে
ঘৃণার অবিরাম বর্ষণে ভাসতে
কিন্তু আজ সে শুধুই লাশ
তার সাথে বৈরিতা থাকতে নেই
লাশের সম্মানটুকুও রেখ হে মুক্ত মানুষ।।