একটি বাঘ
সারাদিন ঘুরে বেড়ায়
গভীর থেকে গভীর বনে
আলো আঁধারের মাঝে
ঘন ঝোঁপের ফাঁকে
কয়েকটি বানর ডেকে যায়
দাঁড়ায় দূরে সাবধানী মায়া হরিণের দল
চমকে দৌড়ে যায় সাদা খরগোশ
বাঘ ছুটে চলে অতি সন্তপর্ণে
শুকনো পাতায় পড়ে নরোম থাবা।
এই যে এক বাঘ
রাজকীয় ভঙ্গিতে হেঁটে যায়
কাউকে পরোয়া নেই তার
সে যেন রাজা হয়েই জন্মেছে
রাজার মতই ছুটে চলে সবখানে
তার নেই কোন পিছুটান।
অথচ দিনের শেষে
পৃথিবীর সবচেয়ে দূর্বল প্রাণীর মত
সেও ঘরে ফিরে
পৃথিবীর সব হিংস্রতা রাতের আঁধারে ঢেকে
সেও পেতে চায় কারও ভালোবাসা
সেও সব কোলাহল ভুলে হেঁটে যায়
তার প্রিয়জনের পাশে, শান্ত কুটিরে।
দিনের সব কাজের শেষে একটু শান্তির আশে
সবাই বাড়ি ফিরে একান্ত আপনজনের কাছে
কারও কাছে তা হয় একটুকরো জান্নাত
কারও কাছে হতে পারে জাহান্নামের ফুলকি
হোক সে বাঘ কিংবা হোক সে সিংহ
নিয়তির বিধান এড়াতে পারে না সে।