হে আমার রব
আমি দূর্গম মরুভূমে এক পথ হারা পথিক
সাইমুম ঝরে নিপতিত হয়ে চলেছি দিগ্বিদিক
আমার সাথে যা ছিল সহায় সম্বল
হারিয়ে খুঁজছি তা হয়ে নিঃসম্বল।
এই মরুর তপ্ত রোদে লু হাওয়া যায় ওড়ে
আগুনের হলকা আসে মেঘহীন আকাশ ফুঁড়ে।
এ পথের শেষ কোথা হে খোদা জানি না তা
পথ ভুলে পথ হাঁটি বাড়ে ক্ষুৎপিপাসা।
আমার সাথে যে উট ছিল কোথা হারাল সে
এ ভয়ংকর মরুপথে খুঁজে কি পাব তারে?
আজরাইল এলো বুঝি আর বেশি বাকি নেই
মিছে ঘুম ঘুমিয়ে তাই মৃত্যুকে ফাঁকি দেই!
হে আমার রব
মরুর বুকে আশাহীন এ বান্দা ঘুম থেকে জেগে দেখে
রশ্মি ছেঁড়া উট তার কাছেই দাঁড়িয়ে আছে
উটের পিঠে আছে পানি ও কিছু খাবার
তাই দেখে বেভুল বান্দা শুকরিয়া করে আবার।
আবেগে আতিশয্যে কেঁদে আমি বলি তব
হে আমার রব
তুমি আমার বান্দা আমি তোমার রব!