হে নবী তোমায় না দেখে
নূরেরই পরশ না মেখে
বেসেছি তোমায় যে ভালো
তুমি যে নিখিলের আলো।
তুমি তো এলে দুনিয়ায়
পাপে ভরা এ দরিয়ায়
তুমি না এলে কি হত
আঁধারে সব ঢেকে রত।
আমরাতো সবে গুনাহগার
কঠিন অন্তরে নেই রোনাজার
চাইনা কিছু চাই হেদায়াত
রোজ হাশরে তোমায় সাফায়াত।
হে নবী সেদিন চিনে নিও
কাওসারের পেয়েলা তুলে দিও
তোমাকে দেখার বড় সাধ
কেঁদেছি তাই যে কত রাত।
জান্নাত জাহান্নাম বুঝি না
পরকালে কি হবে জানি না
তোমার মহব্বত চাই শুধু
তোমার প্রেমে কি মধু।
তুমি যে নবী বড় দুখি
তাই শোনে ভিজে এ আঁখি
কি দেব তোমায় কি জানি
ভালোবেসে দেই চোখের পানি।