ওহে অবিশ্বাসী
তোমার অবিশ্বাসে কি আসে যায় বাতাসের
যে বয়ে যায় মধুর অনুরণনে
তোমার তমসম কুন্তল ছুঁয়ে
তুমি যাকে দেখনা চর্মচোখে
বুঝতে পার শুধু অনুভবে
অনুভবটাই যদি বিশ্বাসে না জাগে
তবে কি আসে যায় তোমার অবিশ্বাসে।
তোমার অবিশ্বাসে কি আসে যায়
তোমার মায়ের জঠরের
যে তোমায় গর্ভে করেছে ধারণ
তুমিতো জানতেনা সে তোমার মা
শুধু তোমার চারপাশের কথায় করেছ বিশ্বাস
এখন কি আসে যায় যদি তুমি কর অবিশ্বাস
জন্মের আগে দেখতে চেয়ে মায়ের জঠর!
একজন আছেন
সে তোমায় ধরা দেবেনা
তাকে আবিস্কার কর মুগ্ধ পুলকে
তাকে খুঁজে ফির সকালের মিষ্টি ভোরে
গ্রহ নক্ষত্রের চিরন্তন ছুটে চলায়
নীল আকাশে ভেসে যাওয়া মেঘ মালায়।
যে নিজেই ধরা দেয় তারে কে চায় ধরতে
কে চায় তার রহস্যের জাল ছিড়তে
নগ্ন প্রকাশে বিস্ময়ের আনন্দ থাকে কি?
হে অবিশ্বাসী
তুমি কি কবিকে খুঁজে ফির তাঁর শারিরীক সৌন্দর্যে
নাকি অপার বিস্ময়ে মুগ্ধ হও ডুবে কবিতা রসে
হে অবিশ্বাসী
কেউ একজন আছে যে তোমার প্রতিপালক
সেতো একদিন দিবে ধরা
তার আগে তাকে একটু খুঁজে দেখ
পৃথিবীর অপার সৃষ্টিরাজে
জ্ঞানী যে জন খুঁজে পাবে
ভালোবাসার প্রেমময় অদেখা স্রষ্টাকে!