ওরা বেঁচে থাকে নর্দমার কীট হয়ে
তেলাপোকার মত, বিচ্ছু -ইদুর হয়ে।
ওরা ভাবে বেঁচে থাকার মাঝেই স্বার্থকতা
সেটা হোক শেয়াল,কুকুর বা অন্যকোন ইতর প্রাণির মত।
ওরা আসে মিথ্যাবাদি রাখাল হয়ে
শয়তানের চেলা হয়ে, কুহকের জাল বিছায়ে
অশান্তির মালা গেঁথে।
জাহান্নাম ওদের দেখে ভয় পায়
বার বার মাফ চায়, ইবলিশ ভরকে যায়
গুরু মেনে চলে যায়।
ওরা জানে নষ্টামি, ভন্ডামি,গুন্ডামি
ওরা চিনে শুয়োরের চামড়া, কুকুরের বাঁকা লেজ
ওরা সত্যকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়
পথে পথে কাঁটা বিছায়।
ওরা অন্ধ, বধির, বোবা
ওরা সাদার মাঝে কালো দেখে
ভালোর মাঝে সাদা খোঁজে।
ওরা অন্যের ভালোকে হিংসা করে
নিজে ভালো হতে চায়না।
ওদের রক্ত দোষিত, হিমোগ্লুবিনের অভাব
ওরা সিরাতুল মুস্তাকিমের পথ ছেড়ে
জাহান্নামের চৌরাস্তায় এসে দাঁড়িয়েছে।
ওরা সক্রেটিসকে হেমলক পান করিয়েছে
গ্যালিলিও পুরেছে জেলে,
কোপার্নিকাসকে আগুনে পুড়িয়েছে
যিশুকে চড়িয়েছে শূলে।
ওরা আলেকজান্দ্রিয়ায় বই পুড়িয়েছে
আলহামরাকে ধ্বংস করেছে
বাগদাদ সমরখন্দে রক্ত ঝরিয়েছে।
ওরা গড়তে জানেনা, ভাঙতে জানে
ভালোবাসতে জানেনা, ঘৃণা ছড়াতে জানে।
ওরা ফেরাউন, ওরা নমরুদ, ওরা হালাকু, ওরা চেঙ্গিস
ওরা হিটলার, ওরা ব্লেয়ার -বুশ।
অবশেষে ওরা একদিন নীল নদে ডুবে মরে
আবাবিলের ছোড়া পাথরে পচে যায়
সাইমুম ঝরে থেমে যায়
কীট পতংগের মত গর্তে লুকায়।
কিন্তু, সত্যের সৈনিকেরা বেঁচে থাকে
ক্ষণিক জীবনে আলো ছড়ায়
নিজেরে বিলায় পরের তরে।
তারা মরেও অমর
তাদেরকে তোমরা মৃত বলনা
বলনা মৃত।।