সেদিন আষাঢ়ে এক কোলা ব্যাঙ অভিমান ভরা চোখে বলেছে;
সে আর ডাকবে না, গাইবে না গান ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ
যখন মাটি হাহাকার করবে এক ফোঁটা বৃষ্টির প্রতিক্ষায়, কৈ মাছেরা করবে মেঘের ভবিষ্যৎবাণী
তখন বৃষ্টি নামলে কোলা ব্যাঙের দল আর বলবে না কোন কথা!
কোলা ব্যাঙেরা নির্জন গ্রামে থাকতে চেয়েছিল; চেয়েছিল প্রকৃতির সাথে বাঁচতে।
শহরগুলো ক্রমশ সব গ্রাস করছে, প্রতিটি গ্রাম গিলে খাচ্ছে।
গ্রামে গ্রাম নেই, শহরেরা নিঃশব্দে করছে জবরদখল।
তাই; কোলা ব্যাঙ আর ফিরবে না তোমাদের গাঁয়ে।