আন্ধার রাইতে ভাঙা ঘরে চান্দের
আলো পড়ে
জোসনা ভেজা ঢেউয়ের লগে সুখের
বাত্তি জ্বলে।
আউশ ধানের ক্ষেতের মাঝে স্বপ্ন
উঁকি মারে
কাকতাড়ুয়ার হাসির চোটে ইন্দুর
কান্দে ডরে!
আসমানের ঐ তারার ভিতর কিসের
মায়া জাগে
নিশীত পঙ্খি গাইছে একা রাগ
রাগীনির রাগে!
তুলার মতন সাদা মেঘের রূপের
ছটা দেখে
ডাইনী বুড়ীর
হিংসা বাড়ে কান্দে ভেজা চোখে!
সোনা রূপার কৌটার ভিতর ভ্রমর
আনচান করে
সিন্দাবাদের যাত্রাপথে বুড়া খক খক
কাশে!